বিশ্বনাথে তালামীযের অভিষেক ও কার্যালয়ের উদ্বোধণ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ১১:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::বিশ্বনাথ উপজেলার বাগিছা বাজার বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া বাগিছা বাজার আঞ্চলিক শাখার কার্যালয় ও অভিষেক অনুষ্ঠান শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
হেলাল আহমদের সভাপতিত্বে ও ইব্রাহিম আলীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা জ,উ,ম আবদুল মুনাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুল মুমিন, আলী আনহার শাহান, আবুল কাশেম, আবু ছালেহ, রুহুল আমীন তালুকদার, হাফিজ গিয়াস উদ্দিন। অনুষ্টানে কেরাত পরিবেশ করেন হাফিজ শাব্বির মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহুল আমিন সিকদার। এসময় বাগিছা বাজার তালামীযের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।