যুক্তরাজ্যে টি.আই.এ’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ও সনদপত্র বিতরণী অনুষ্টান
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ৯:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭০৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::যথাযোগ্য মর্যাদা ও জাতীয় উদ্দীপনা নিয়ে গত ১৪ই এপ্রিল টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (টি.আই.এ) এর উদ্যোগে ওল্ডহ্যামস্থ নিজস্ব কার্যালয়ে বাংলা বর্ষবরন উদযাপন উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয় । সংগঠনের পরিচালক ফেরদৌসি বেগম আলির সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিচালক মোস্তফা আহমেদ মোশতাক এর পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যামের মেয়র কাউন্সিলার ফিদা হুসেইন, বিশেষ আতিথী হিসেবে উপস্থিত ছিলেন লাইফ লং লারনিগ সেন্টার এর প্রতিনিধি ইয়েন ইভানস ও ভি, এ, ও’র প্রতিনিধি জেইন হোয়াইট গ্লেসিয়ার ।
মৌলানা হাফিজ হুসেইন আহমেদ এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মোঃ দেলোয়ার হুসেইন, মোস্তফা আহমেদ মোশতাক, ইয়েন ইভান্স ও মেয়র ফিদা হুসেইন ।
অনুষ্টানের ২য় পর্বে ছিল কবিতা পাঠের আসর, আবৃত্তি করেন রুবেল সিদ্দিকী, মনসুর আহমেদ, শাম্মী আক্তার ও মোস্তফা আহমেদ মোশতাক প্রমুখ ।
অনুষ্টানের ৩য় পর্বে ছিল টি, আই, এ ট্রেইনিং সেন্টার এর প্রশিক্ষণার্থীদের মধ্যে ইংরেজী, ফুড সেইফটি এন্ড হাইজিন ও ইমারজেন্সি ফার্স্ট এইড কোর্সে অংশ গ্রহণ কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় ।
সানা তাহির, আব্দুস সামাদ, শেহনাজ আলী, সাজিয়া খান ইংরেজী বিষয়ে, রুবেল সিদ্দিকী, সাইদ জামিল আহমেদ, ফাতিমা খাতুন ও ফেরদৌসি বেগম আলি । ব্রিটিশ রেড ক্রস এর ইমারজেন্সী ফার্স্ট এইড ৩ টি গ্রুপের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে রুবেল সিদ্দিকী, মোঃ বাবুল উল্লাহ, হুসেইন আহমেদ, মোখলেসুর রহমান, মোক্তার আলী, মোঃ উল্লাহ বাবুল, মুরশেদা বেগম, রাবেয়া ইসলাম, ছালিকুল ইসলাম, আইদা মারলেনা আল জাবির, নাইমা খাতুন, মোঃ আব্দুস সুবহান, সাকিলা আক্তার জেনী, আফসানা বেগম, পিটার লাক্স, গেরী ব্রাইন, মারটিন স্মীথ, মনসুর আহমেদ, শাম্মী আক্তার, ফাতিমা খাতুন ও ফেরদৌসি বেগম আলি ও মোস্তফা আহমেদ মোশতাক মেয়রের নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন ।
ব্রিটিশ এসিয়ান মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ইসাম মেহবুব, জামিলুর রহমান, তাহা রউফ সার্বিক অনুষ্টানের মিডিয়া কভারেইজের দায়িত্বে ছিলেন ।
অনুষ্টানের শেষ পর্বে ছিল দেশীয় খাবারের বিরাট সমাহার, আনেকে ঘ্র থেকে তেরী খাবার নিয়ে আসেন যেমন বিরিয়ানী, চটপটি, ডালপুরি, চিকেন ফ্রাই, মুড়ির চাটনি, ইলিশ ভাজা, আলু বর্তা, জিলেবী সহ হরেক রক্ মের সুস্বাদু খাবার যা অতিথীরা খেয়ে আনন্দিত হয়েছেন ।