তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়ি বাঁধ ভেঙ্গে ৩শ হেক্টর ফসল পানির নিচে
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ৪:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৭ বার পঠিত
জাহাঙ্গীর আলম ভূঁইয়া তাহিরপুর(সুনামগঞ্জ) থেকে :: সুনামগঞ্জের তাহিরপুরে টানা কয়েক দিনের বর্ষনে টাংগুয়ার হাওরের নজর খালি বেড়ি বাঁধ ভেঙ্গে দশহালি,সামসাগর ও লামারগুল সহ ৪টি হাওরের ৩শ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে। তাহিরপুর উপজেলার প্রতিটি হাওরের বাঁধ নির্মানে হয়েছে পুকুর চুরি। যার কারনে অন্যান্য হাওরের কৃষকগন সারাক্ষনেই রয়েছে আতংকের মাঝে। হাওর পাড়ের কৃষকগন জানান-গোলাবাড়ি সংলগ্ন নজরখালি বাঁধটি পানির চাপে ভেঙ্গে যাওয়ার পর থেকে আস্তে আস্তে বড় হয়ে প্রায় ৩শ হেক্টর ফসল পানির নিচে তলিয়ে গেছে।
জানায়ায়-বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস টাংগুয়ার হাওর রক্ষনাবেক্ষন কেন্দ্রীয় কমিটি স্থানীয় নজর খালি বাধটি নির্মান করে। স্থানীয়দের অভিযোগ-বাঁধ নির্মানের কাজে অনিয়ম,দূর্নীতি ও সঠিক ভাবে বাঁধ নির্মান না হওয়ায় সামান্য পানির চাপে বাঁধ ভেঙ্গে কৃষকের একমাত্র বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে।
তবে অভিযোগ অস্বিকার করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন-নজরখালি বাঁধটি সিএনআরএস নির্মান করে নি। বাঁধ নির্মান করেছে টাংগুয়ার হাওর সহ ব্যবস্থাপনা কমিটি। আর ভেঙ্গে যাওয়া স্থান দিয়ে যে গতিতে পানি হাওরে প্রবেশ করছে তাতে কৃষকের ফসলের কোন ক্ষতি হয় নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খাঁ বলেন-সামান্য পানির চাপে বাঁধ ভেঙ্গে যাওয়ায় এটাই প্রমান করে হাওরের বাঁধ সঠিক ভাবে হয় নি। যার ফলে কৃষকের সোনার ফসল হারিয়ে মাথায় এখন হাত।
টাংগুয়ার হাওরের দায়িত্বে প্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট দিপষ্কর বলেন-টানা বর্ষনে নদীর পানি বৃদ্বির কারনে পানির ধাক্ষায় বাধ ভেঙ্গে গেছে। তবে ক্ষতির পরিমান সঠিক ভাবে বলা যাবে না কৃষি অফিসের জরিপ ছাড়া।
তাহিরপুর উপজেলা নির্বাহী র্কমকর্তা ইকবাল হোসেন বলেন-টাংগুয়ার হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। টাংগুয়ার হাওরের নজরখালি বাঁধ নিমার্ন করেছে সিএনআরএস। কৃষি কর্মকর্তাদের নজরখালি হাওর সহ ক্ষতিগ্রস্থ হাওরের কৃষকদের সঠিক ক্ষতির পরিমান নির্ধারন করার জন্য বলেছি। ক্ষতি গ্রস্থ কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন-হাওরের প্রতিটি বাঁধ নির্মানে অনিয়ম আর র্দূর্নীতি হয়েছে তার প্রমান সামান্য পানির চাপে টাংগুয়ার হাওরের নজরখালি বেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়া। অনিয়ম আর দূর্নীতি কারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।