বিশ্বনাথে রাজনগর মাঠে ৫ম সূর্য কিরণ ফুটবল টুর্ণামেন্ট
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের রাজনগর মাঠে বৃহস্পতিবার বিকেলে ৫ম সূর্য্ কিরণ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি হাজী আবদুল হাইর সভাপতিত্বে ও আখতার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, রাজনীতিবিদ বশির আহমদ, সমাজ সেবক গণি শাহ, মাহতাব উদ্দিন, তরুণ সংগঠক নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, রানা মিয়া, সাইদুল ইসলাম রাজু,খালেদ আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় সূর্য কিরণ ক্লাবকে ৩-১ হারিয়ে টুকেরকান্দি স্পোটিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।