বিশ্বনাথে প্রবাসী আতাউর রহমান স্মরণে শোকসভা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই, যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী মরহুম আতাউর রহমান চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চান্দভরাং-বাইশঘর যুব সমাজের উদ্যোগে সোমবার দুপুরে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় মরহুমের আন্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এলাকার প্রবীন মুরব্বী আনোয়ার আলম চৌধুরী ঠাকুর মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবাসী আজিজুর রহমান চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সমুছ মিয়া, মহানগর যুবলীগ নেতা কবিরুল ইসলাস, আওয়াল বিক্সের প্রোপাইটর ফরিদ আওয়াল, সমাজসেবক আবদুর রশিদ, রুকনুজ্জামান, সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী অপু, সংগঠক আবদুল হামিদ, আলা উদ্দিন, রুবেল আহমদ, আবুল হোসেন, আবদুল হামিদ, আবদুর রশিদ, আবদুল লতিফ, সুমন আহমদ, আবদুজ জহির, সমছু মিয়া, ফয়ছল আহমদ প্রমুখ।