বিশ্বনাথে বিজিবি’র অভিযান ভারতীয় হরলিক্স ও কাচা বাদাম উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৯:৩২ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৪৬ বার পঠিত
নিউজ ডেক্স:: ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সিলেট হাবিলদার মো. আলী আমজাদ নেতৃত্বে টহল দলের বিশেষ অভিযানে ভারতীয় ১৪১ পিস ভারতীয় হরলিক্স এবং ২০০ কেজি কাচা বাদাম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল ভোর ৪ টার দিকে বিশ্বনাথ থানাধিন লামাকাজী-বিশ্বনাথ রোডের রামপাশা এলাকায় সুনামগঞ্জ হতে ঢাকা গামী বাসে তল্লাশী চালিয়ে এ মালামালগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা। মালামাল সিলেট কাষ্টমস্ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধিন বলে গতকাল বিজিবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।