শ্রেণিকক্ষে পর্নোগ্রাফি,শিক্ষক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৩৭ বার পঠিত
ভরা ক্লাসে শিক্ষকের ‘কু-শিক্ষা’! ক্লাসে ছাত্রীদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক শিক্ষককে। ধৃত শিক্ষকের নাম সুলেমান শেখ।
মুম্বইয়ের একটি বেসরকারি স্কুলে ৫ বছর ধরে শিক্ষকতা করছেন বছর ৩৫ বছর বয়সী সুলেমান। পুলিশ সূত্রে খবর, এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। ছাত্রীটি পুলিশকে জানিয়েছে, সুলেমান তার মোবাইলে থাকা পর্নফিল্ম সব ছাত্রীদের জোর করে দেখায়। কোনও ছাত্রী দেখতে অস্বীকার করলে, তাকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেয়। অভিযোগকারী ছাত্রীটি তার বাবাকে প্রথমে সব বলে। তারপর বাবার সঙ্গেই থানায় গিয়ে সুলেমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।