প্রতিমন্ত্রী হয়ে শফিক চৌধুরী আগামীকাল প্রথম জন্মস্থান বিশ্বনাথে আসছেন তাই—-
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪ ইং, ৯:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসবেন আগামীকাল শুক্রবার। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে স্বাগত জানাতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে পৌর শহরে। বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে সুবিশাল তোরণ ও ব্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিমন্ত্রীর আগমন নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী প্রথমে নিজ বাড়ি উপজেলার দশঘরের চান্দ্রভরাং গ্রামে যাবেন। সেখানে বাইশঘর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে তাঁর বাবা মায়ের কবর জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা পৌর শহরের প্রবাসী চত্বরের সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পরদিন শনিবার দুপুর ১২ টায় বিশ^নাথ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করবেন। পরে দুপুর ১টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। বেলা ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে শীতার্ত রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। বিকেল ৩টায় নিজ ইউনিয়ন দশঘর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দিবেন তিনি। উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় আছেন প্রতিমন্ত্রীর আগমনে।
এদিকে, মন্ত্রীর প্রথম আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন। সংবর্ধনা সফল করার লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
অন্যদিকে, সংবর্ধনা সভা শেষে শুক্রবার রাত ৮টায় উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও যুবলীগ নেতা রাজু আহমেদ খান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাগল হাসান। এছাড়াও দেশের নামীদামি শিল্পীরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৪৩ বছর পর বিশ্বনাথবাসী মন্ত্রীর স্বাদ পেয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আগমনে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পৌর শহর।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। ‘
উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীকে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। ১০ জানুয়ারি শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং পরদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ পাঠ করেন তিনি। দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করেন সিলেট-২ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।


