বিশ্বনাথের পৌরমেয়র মুহিবুর হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪ ইং, ৫:২২ অপরাহ্ণ | সংবাদটি ১০৮ বার পঠিত
জামাল মিয়া::গেল মাসের ২৭ জুন বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এক সরকারী প্রজ্ঞাপনে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্থের পর তিনি সোমবার হাইর্কোটে রিট পিটিশন করেন। বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিন্নাত হক ব্যাঞ্চে রিট-পিটিশনের শুনানি হয়। শুনানি শেষে এই প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট।
অবশেষে মেয়র মুহিবুর রহমান আইনী লড়াই করে সোমবার স্ব-পদে ফিরলেন। মেয়র মুহিবুর রহমান স্ব-পদে ফিরে পাওয়ায় তাঁর অনুসারীরা বিশ্বনাথ পৌরশহরে মিষ্ঠি বিতরণ ও আনন্দ উল্লাস করেন। এ ব্যাপারে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদিন মালিক বলেন, মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ হয়েছিল সেটা সম্পন্ন অন্যায় ও বে-আইনী ছিল। কোর্টে দাঁড়িয়ে বললাম কেন এটা বে-আইনী, এটা দিতে পারেন না।
সাময়িক বরখাস্তের আদেশটি বে-আইনী আদেশ বহি:ভুত। রুশ জারি করে সায়য়িক বরখাস্থের আদেশ স্থগিত হয়ে গেছে। তিনি স্ব-পদে ফিরে যেতে পারবেন। এ ব্যাপারে কথা হলে মেয়র মুহিবুর রহমান বলেন,‘অযোগ্যরা যখন অতিরিক্ত ক্ষমতা পায় তখন পুঁটি মাছের মতো টাপুর-টুপুর ও চাটা মাছের ন্যায় চাটাচাটি করে। বিশ্বনাথের ঘটনাপঞ্জি এর-ই বহিঃপ্রকাশ। মহামান্য হাইর্কোটে আমরা ন্যায় বিচার পেয়েছি। সত্যের পক্ষে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাবো। আসুন আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি থেকে ঘুষখোর, চুর-বাটপার ও দেশ দ্রোহীদের চিরতরে বিতাড়িত করি।