বিশ্বনাথ থানা থেকে লুঠ হওয়া পিস্তল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা থেকে গত ৫ আগস্ট লুঠ হওয়া আমেরিকার তৈরি অত্যাধুনিক মানের ৯ এমএম পিস্তলটি অবশেষে লুঠ হওয়ার ১৮ দিন পর গত ২টি ম্যাগজিনসহ পাওয়া গেছে।
পিস্তল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, বিশ্বনাথ থানার পার্শ্ববর্তী বাসার এক কাজের বুয়া থানায় এসে জানায়, কচুর লতি তুলতে গিয়ে বন্দুক জাতীয় একটি বস্তু দেখতে পেয়েছে। ওই বুয়ার খবরে এরপর পুলিশ সেখান থেকে আমেরিকার তৈরি অত্যাধুনিক মানের ৯ এমএম পিস্তলটি পাওয়া যায়।