বিশ্বনাথে প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪ ইং, ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার (১৩ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় মর্যাদায় উপজেলার ২৫টি পূজামন্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন। দুর্গোৎসবের প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে মন্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামন্ডপে বিপুলসংখ্যক আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এদিকে, রোববার দিনশেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে দেবী দূর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে। দশমীতে বিভিন্ন পূজামন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় দূর্গোৎসব উদযাপন শেষ করেছে বিশ্বনাথ উপজেলা পূজা উদসযাপন পরিষদ। এবছর বিশ্বনাথ উপজেলায় ২৩ টি সার্বজনীন দুর্গাপূজা ও ২টি ব্যক্তিগত পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বাসিয়া নদী ঘাটে বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদ আয়োজনে প্রতিমা বির্সজন করা হয়।
বিশ্বনাথ থানা পুলিশের সার্বিক নিরাপত্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর উপস্থিতিতে প্রতিমা বির্সজন অংশ নেয় উপজেলার বিশ্বনাথ সদর পূজা উদযাপন পরিষদ, রাধা গোবিন্দ যুব সংঘ পূজা উদযাপন পরিষদ, শনি মন্দির সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, জানাইয়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বিশ্বরূপ মডেল মন্দির সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এর পূজা মন্ডপের প্রতিমা নিয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম সামনে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয় এবং বাসিয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্জাপূজা শেষ হয়।
প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ পূজা বিষয়ক সম্পাদক সুমন দেব, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় চন্দ দে, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবদুস সালাম মুন্না, সবুজ আহমদ সায়মন প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু জানান, আজ দেবীদূর্গার বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দূর্গোৎসব শেষ হল। বিগত পাঁচ দিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পুজায় আনন্দ উল্লাস করেছেন। প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সকল সচেতন মানুষের সহযোগীতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, ‘প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে পূজার সমাপ্তি হয়েছে। পূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে থানা পুলিশ সে বিষয়ে অত্যন্ত সোচ্চার ছিল।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় বলেন, উপজেলা প্রশাসন পক্ষ থেকে প্রতিনিয়ত পূজা মন্ডপগুলো সার্বিক খোজ খবর নেয়া হত। উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজার সমাপ্তি হয়।