বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া রেজুলেশন তৈরির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৪০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির বিরুদ্ধে ভূয়া রেজুলেশন তৈরি করে ইউএনডিপির বরাদ্ধকৃত নলকুপের জন্য উপজেলা জনস্বাস্থ্য অফিসে জমা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ১০জন সদস্য স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেছেন, গত ২ অক্টোবর তারিখে ইউপি পরিষদে ইউএনডিপির বরাদ্দের ১৫টি টিউবওয়েলের বরাদ্দ এসেছে। এ বিষয়ে আমাদের পরিষদের কোনো সদস্যবৃন্দের জানা নেই। এব্যাপারে কোনো ধরনের আলাপ-আলোচনা করা হয়নি। কিন্তু ভূয়া রেজুলেশন তৈরি করে উপজেলা অফিসে প্রেরণ করা হয়েছে। আমরা পরিষদের সকল সদস্যবৃন্দ তদন্ত করে জানতে পারি যে আমাদের না জানিয়ে ভূয়া রেজুলেশন করে উপজেলায় প্রেরণ করা হয়েছে। এবিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তারা দাবি জানান।
এব্যাপারে খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রাসেল ভূইয়া বলেন, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান রেজুলেশনসহ ১৫ জনের একটি তালিকা জমা দিয়েছেন। তবে নির্বাহী অফিসার (ইউএনও) স্যার এ ইউনিয়নের বরাদ্দকৃত সকল নলকূপের কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ দিয়েছেন।
ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় বলেন, এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জনস্বাস্থ্য কর্মকর্তাকে এ ইউনিয়নের বৃরাদ্দকৃত নলকূপের সকল কার্যক্রম বর্তমানে স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।