বিশ্বনাথে ভোক্তা অধিকার আইন সংরক্ষন সেমিনার
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৪ ইং, ৫:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ভোক্তা অধিকার আইন সংরক্ষন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (২১ অক্টোবর) সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, থানার এসআই কবির আহমদ, ফায়ার সার্ভিসের লিডার চিত্তরঞ্জন বৈদ্য, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল ও সাংবাদিক আশিক আলী। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।