বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুলে নূর ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪ ইং, ১১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে ক্যামব্রিয়ান স্কুলের তত্ত্বাবধানে, নূর ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা ভিত্তিক শিক্ষাবৃত্তি-২০২৪ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫শে অক্টোবর) ক্যামব্রিয়ান কলেজ বিশ্বনাথ রামপাশা রোডস্থ, কলেজ হল মিলনায়তনে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৮৩৫জন পরিক্ষার্থীদের (৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম ও ১০ম) সরব উপস্থিতিতে শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য, ৪টি বিষয়ে মোট ১’শ মার্কের বহুনির্বাচনি পরিক্ষা নেয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আগামী ৬ই নভেম্বর প্রকাশিত হবে তার ফলাফল। একশোজন উত্তির্ন শিক্ষার্থী পাবে-পরবর্তীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি। পরিক্ষা পরিদর্শনে আসেন, জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক হাজী আব্দুল হাই, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র প্রভাষক আব্দুস সালাম, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক অফিস সহকারী মুজিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থানার এসআই প্রদিপ কুমার, যুবদল নেতা গোবিন্দ মালাকারসহ বিভিন্ন স্কুল/কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও নানন শ্রেণিপেশার গুণিজনেরা।
নূর ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আহমদ রাজু ও শিক্ষাবৃত্তি-২০২৪ এর বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ দুলাল আহমেদ এর সার্বিক পরিচালনায়, উপস্থিত ছিলেন-পরিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক রফিক আহমদ, মুহাম্মদ সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, শাহীন আলম বিজয়, বুশরা বেগম, সাবিনা ইয়াসমিন, আনহার আহমদ, পূর্ণিমা পাল বর্ষা, বাপ্পি মালাকার, সাব্বির আহমেদ, অতিথি শিক্ষক জোৎস্না রানী, রুবি বেগম, রাজু আহমেদ, নুরুল ইসলাম, ফারজানা বেগম প্রমূখ।