বিশ্বনাথে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪ ইং, ১১:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ও দোকানে মূল্য তালিকা না থাকায় সিলেটের বিশ্বনাথে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭, ৩৮ ও ৫১ ধারায় বাজারে অবস্থিত বিভিন্ন মুদি দোকান, শাক-সবজির দোকান, ডিম ও মংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তিনি ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশী রাখা ও মূল্য তালিকা না থাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে ইউএনও’র সাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মেম্বার নূর উদ্দিন’সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।