বিশ্বনাথে আট শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪ ইং, ১১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৮ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নানান জাতের সার-বীজ ও নগদ প্রণোদনা প্রদান করা হয়েছে।
দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে কৃষি কাজে উদ্বদ্ধ করতেই সারা দেশের ন্যায় বিশ্বনাথের কৃষকদের মাঝেও ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসরাণ অধিদপ্তর’র উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) সকালে বিনামূল্যে সার-বীজ ও নগদ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথের ৮ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে জনপ্রতি ‘৮টি জাতের সবজি ফসলের ৪০ গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং নগদ ১ হাজার টাকা’ করে প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক হাবিবুর রহমান, টুনু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জাকারিয়া আহমদ ও গীতা পাঠ করেন নিরঞ্জন বৈদ্য বিপলু। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।