বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হলেন ডাক্তার শানুর আলী মামুন
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: গত ৭ জানুয়ারী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২৫ তম বৃত্তি বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ডাক্তার শানুর আলী মামুন। অনুষ্ঠানে উদ্ধুদ্ধ হয়ে এক হাজার পাউন্ড অর্থাৎ সমপরিমান দেড় লাখ টাকার চেক দিয়ে ট্রাস্টি হন তিনি।
ডাক্তার শানুর আলী মামুন বিৃটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইম্মিউনোলজি অব বাংলাদেশের সাবেক সহকারী অধ্যাপক। ডাক্তার শানুর আলী মামুন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ায় ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান, সাধারণ সম্পাদক গোলজার খান ও সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন অনুভুতি ব্যক্ত করে বলেন, আমাদের ট্রাস্টে তিনিই প্রথম ট্রাস্টি যিনি পেশায় একজন চিকিৎসক। আমরা আশা করি বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে চিকিৎসক সমাজও এগিয়ে আসবেন। গত ৭ জানুয়ারী ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান ডাক্তার শানুর আলী মামুনের দেড় লাখ টাকার চেক গ্রহন করেন।
ডাক্তার শানুর আলী মামুন, বলেন, আমি খুবই আনন্দিত ট্রাস্টের এক স্বরনীয় দিনে একজন ট্রাস্টি হয়ে ট্রাস্টের ইতিহাসে নাম লিখাতে পারায়। আল্লাহ তায়ালা সকলের এই প্রচেষ্টা কবুল করুন। ৭ জানুয়ারী ডাক্তার শানুর আলী মামুন ছাড়াও আরো দু’জন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হয়েছেন বলে জানাগেছে।