বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ৬:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুলতাহা বেগম নামের ২১ মাস বয়সি এক শিশু কণ্যর মৃত্যু হয়েছে। (২ ফ্রেব্রæয়ারী) রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলীর মেয়ে।
স্থানীয় ইউপির ওয়ার্ড সদস্য আফিজ আলী বলেন, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলতে ছিল। কিছু সময় পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুকে মৃত ঘোষণা করেন।