বিশ্বনাথে অসহায় কৃষকের ধান কেটে দিলেন জেলা ছাত্রদল নেতা
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৫ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে গরীব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। আজ বুধবার উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর এলাকায় কৃষক সেলিম মিয়া বোরো পাঁকা ধান কেটে দেন।
এবিষয়ে কৃষক সেলিম মিয়া জানান,“ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতার ধান কাটতে আসলে বিশ্বাসই হচ্ছিলো না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছিলো না। ‘জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। ছাত্রদল নেতার স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই ছাত্রদল নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ধান কাটতে আসা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু বলেন, “এটা আহামরি কোন বিষয় নয়, আমরা আদর্শিক রাজনীতি করি। এছাড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসার প্রতিক সোনার বাংলার পাকা ধান নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারনে। ধানের শীষের প্রতি ভালবাসা আমাকে ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন একজন বীর বাঙালী তিনি সব সময় গ্রামে-গঞ্জে কৃষকের মুখে কিভাবে হাসি ফুটানো যায় সেই চিন্তা চেতনায় দেশের কৃষক দিনমজুর ও কেটে খাওয়া মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত নিরলস ভাবে কাজ করে গেছেন। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার একজন কর্মী হিসেবে শহীদ জিয়ার অনুপেরনায় অনুপ্রেরিত হয়ে সব সময় নিজেকে কৃষকের পাশে থেকে নিরলস ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।