বিশ্বনাথে উপজেলা-পৌর জামায়াতের গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ১০:০১ অপরাহ্ণ | সংবাদটি ৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ যোহর পৌরসভার পুরাণ বাজার এলাকাস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গন থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, জামায়াত মনোনীত সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই জমিন আল্লাহর, এই দেশ আল্লাহর অফুরন্ত নেয়ামতে ভরপুর , তাই এখানে হুকমত চলবে আল্লাহর। জামায়াত জন্মলগ্ন থেকে এই জমিনে আল্লাহর হুকমত প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। এই দেশে ফ্যাসিস্ট লুন্টনকারী, জুলুমকারী,স্বৈরাচারী কোন সরকার আসতে দেওয়া হবে না। যুবকেরা এই দেশকে মুক্ত করেছে, আমাগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যুবকদের সাথে নিয়ে আল্লাহর হুকমত কায়েম করতে চায়। আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করতে চায় যারা সৎ তাদেরকে দিয়ে এই দেশ চালাতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে এগিয়ে যাচ্ছে। এসময় দেশের আপামর বিপ্লবী মানুষের সমর্থন কামনা করেনে তিনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান এর য়ৌথ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের এসিসন্টেট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া , মাওলানা আব্দুল মুকসিত আখতার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক পৌরসভা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুর উদ্দিন ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পৌরসভা সভাপতি মতিউর রহমান ইমন পশ্চিম শাখার সভাপতি হোসাইন শাহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।