বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিক আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌরসভার সেনারগাঁও গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত হাজী ইছকন্দর আলীর পুত্র আশিক আলীকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, আগামীকাল বুধবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
আওয়ামী লীগ নেতা আশিক আলীর বিরুদ্ধে থাকা মামলাগুলো হল- ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামী অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আশিক আলী। আদালতের নিদের্শনায় পরবর্তিতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রের্কড করে। যার নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)।
এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনায় শপিং সিটির চেয়ারম্যান সাদেকুর রহমান বাদী বিশ্বনাথ থানায় দায়ের করা মামলার এজাহারনামী অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আশিক আলী। মামলা নং ১০ (১৮.০৮.২০২৪ইং)। ওই মামলায় ৮৩ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও প্রায় ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়। তাছাড়া পৌর শহরের আল-মদিনা হোটেল ভাংচুরের ঘটনায় দায়ের করা আরেক মামলারও এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন আশিক আলী।