বিশ্বনাথে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির আসছেন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫ ইং, ১২:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা ও বিএনপির আর্ন্তজার্তিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির আসছেন আগামী শুক্রবার। তিনি ওইদিন বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলাবাসী ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ তথ্য নিশ্চিত করেছেন সুধীসমাবেশ আয়োজকরা। সুধী সমাবেশ সফলের লক্ষে ইতিমধ্যে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে তারা জানান।
এ সুধী সমাবেশের আয়োজন করেছেন উপজেলার সাবেক কয়েকজন বিএনপি ঘরণা জনপ্রতিনিধি। তারা হলেন-সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী এবং দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ।
বিভিন্ন সূত্রে জানাগেছে, হুমায়ুন কবিরের সুধী সমাবেশ সফলের লক্ষে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে আয়োজকরা প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। সুধী সমাবেশ সামনে রেখে উপজেলাজুড়ে ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে। সমাবেশে বিএনপির নেতাকর্মীরসহ কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানান। সমাবেশস্থলের আশপাশ এলাকায় কয়েকশত ব্যানার-ফেস্টুন সাটানো হবে। হুমায়ুন কবিরের আগমনকে কেন্দ্র করে বিশ্বনাথে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধির লক্ষে আয়োজকরা বিগত এক সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। উপজেলা ও পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লা থেকে হাজার হাজার মানুষকে বহণ করার জন্য প্রস্তুতি রাখা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। সুধীসমাবেশের প্রধান আকর্ষণ হুমায়ুম কবির কে সভাস্থলে কয়েকশত মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসা হবে বলে আয়োজকরা জানান।
আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বিশ্বনাথে হুমায়ুন কবিরের সুধী সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এটি স্মরণকালের সবচেয়ে বড় সুধী সমাবেশে পরিণত হবে। দেশের মানুষের পাশাপাশি বিদেশ থেকেও এ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা জানান। সুধীসমাবেশে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলে তারা জানান।
আয়োজক কমিটির প্রধান ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা ও বিএনপির আর্ন্তজার্তিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বিশ্বনাথে আসবেন আগামী শুক্রবার। এ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি হবে। সমাবেশ সফল করার জন্য প্রবাস থেকেও অনেকেই সহযোগিতা করছেন। সুধী সমাবেশে উপজেলা ও পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।