আইএসের হাতে নিখোঁজ বাংলাদেশি পরিবার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১০০৩ বার পঠিত
নিউজ ডেক্স:: যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত সেই নিখোঁজ পরিবারটি আইএসের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে। বিবৃতির সঙ্গে ওই পরিবারের সদস্যদের দুটি ছবিও ইসলামিক স্টেট (আইএস) পাঠিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
যুক্তরাজ্য থেকে স্বদেশ ঘুরে ফেরার পথে গত মে মাসে সিরিয়া থেকে ১২ সদস্যের ওই বাংলাদেশি পরিবারটি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক গুঞ্জন চলছিল।
তবে পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে জানা যায় পরিবারের একাধিক সদস্যের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক রয়েছে। এরপর ধারণা করা হয় তারা আইএস’র সঙ্গে ভিড়েছে
এখন ওই পরিবারের পক্ষে আইএসের এক সদস্যের পাঠানো বিবৃতি সেই সন্দেহকে সুদৃঢ় করলো। যদিও এই বিবৃতির যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
পরিবারের পাঁচজন পুরুষ, চারজন নারী এবং তিনটি শিশুর ওই পরিবারটি আইএস’র সঙ্গে ‘বেশ নিরাপদে’ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
তবে পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে জানা যায় পরিবারের একাধিক সদস্যের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক রয়েছে। এরপর ধারণা করা হয় তারা আইএস’র সঙ্গে ভিড়েছে
এখন ওই পরিবারের পক্ষে আইএসের এক সদস্যের পাঠানো বিবৃতি সেই সন্দেহকে সুদৃঢ় করলো। যদিও এই বিবৃতির যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
পরিবারের পাঁচজন পুরুষ, চারজন নারী এবং তিনটি শিশুর ওই পরিবারটি আইএস’র সঙ্গে ‘বেশ নিরাপদে’ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
তাদের অপহরণ কিংবা জোর করে উঠিয়ে নেয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতিদাতা বলেন, “আইএস কাউকে বাধ্য করে না। আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করার আহ্বান জানায়।”
পরিবারটির সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবিল কাশেম সাকের (৩১) এবং তার স্ত্রী সাঈদা খানম (২৭); মোহাম্মদ সালেহ হুসাইন (২৬), তার স্ত্রী রশানারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান, যাদের বয়স এক থেকে ১১ বছর।