বিশ্বনাথে ১০ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যুৎ লাইনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১১:৪৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৬৪ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি::বিশ্বনাথে ১০ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে ৮কিঃমিঃ বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে। বিদ্যুতের এই সংযোগ প্রাপ্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ, উদয়পুর, বশিরপুর, পাঠানগাঁও ও তালুজগত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের পঞ্চগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মিত লাইনের শুভ উদ্বোধন করেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওযামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ শুধু দেশ ও জাতির উন্নয়ন নিয়ে ভাবে। সরকারের উন্নয়ন কাজকে বাঁধাগ্রস্থ করতেই পেট্রোল বোমা মেরে নিরিহ মানুষ হত্যায় লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত জোট। দেশের সকল জনগণকে সাথে নিয়েই এসব বোমাবাজদের প্রতিহত করা হবে।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু বক্কর ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোবারক হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার মুরব্বি আসিক আলী, কাজী মাওলানা আব্দুল মুকিদ, ছয়ফুল আলম, সমর আলী, মাস্টার মুজিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, সদস্য ফয়জুল আহমদ, সিদ্দিকুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম খান, হারুন মিয়া, মাওলানা আজিজুর রহমান, আব্দুল হান্নান, আলা উদ্দিন, ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আফরুজ বক্স খোকন, এনামুল হক মেম্বার।