কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না : প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৪ বার পঠিত
নিউজ ডেস্ক ::
বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ তাদের সুমতি দিক। আসলে এসব তো খুন করা। এটাতো গণহত্যা। যারা এটা করছে, তারা খুনের দায়ে অভিযুক্ত। কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কেউ রাজনৈতিক ভুল করলে তার খেসারত জনগণ দেবে কেন- প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, মানুষের মাঝে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে, তখন হঠাৎ করে এ তাণ্ডব কেন? নিশ্চই জনগণের স্বার্থে নয়। এটা ব্যক্তিস্বার্থে।
তিনি বলেন, অবরোধ-হরতাল কার্যকর না হওয়ায় মানুষ পুড়িয়ে মেরে ভীতির সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামীতে প্রতিটি জেলায় বার্ন ইউনিট স্থাপন ও আন্তর্জাতিক মানের একটি বার্ন ইনস্টিটিউট করবে।