হজ ফ্লাইট ১৬ আগস্ট শুরু
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ১১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১৭৮০ বার পঠিত
নিউজ ডেক্স::এবারের হজ ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট থেকে। বাংলাদেশ বিমান এয়ার লাইন্স ও সাউদিয়া এয়ার লাইন্স এবার হজ যাত্রী পরিবহন করবে। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, এবার সরকারি ও বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮জন হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন মাত্র তিন হাজার। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় এবার ১০ হাজার ব্যক্তি হজ পালন করবেন।
তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
যাচাই-বাছাই করার জন্য সব বেসরকারি হজ যাত্রীদের পাসপোর্টসহ সম্পূর্ণ তালিকা মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকার সুষ্ঠুভাবে পবিত্র হজ কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ৩৫ সদস্যের একটি প্রশাসনিক প্রতিনিধি দল, একটি মেডিকেল টিম, একটি আইটিটি প্রতিনিধি দল ও একটি সরকারি হজ প্রতিনিধি দল প্রেরণ করবে বলে তথ্য কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, এবার সরকারি ও বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮জন হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন মাত্র তিন হাজার। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় এবার ১০ হাজার ব্যক্তি হজ পালন করবেন।
তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
যাচাই-বাছাই করার জন্য সব বেসরকারি হজ যাত্রীদের পাসপোর্টসহ সম্পূর্ণ তালিকা মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকার সুষ্ঠুভাবে পবিত্র হজ কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ৩৫ সদস্যের একটি প্রশাসনিক প্রতিনিধি দল, একটি মেডিকেল টিম, একটি আইটিটি প্রতিনিধি দল ও একটি সরকারি হজ প্রতিনিধি দল প্রেরণ করবে বলে তথ্য কর্মকর্তা জানিয়েছেন।