এক বাড়ি থেকে ৯৭ কঙ্কাল উদ্ধার!
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৩১ বার পঠিত

কঙ্কালগুলি উদ্ধার করে গবেষণার পর প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, সেগুলো হাজার পাঁচেক বছর আগের। সবই অল্পবয়সী নারী-পুরুষের। বয়স মোটামুটি ১৯ থেকে ৩৫-এর মধ্যে। কোনও বয়স্ক মানুষের কঙ্কাল পাওয়া যায়নি। যে বাড়ি থেকে কঙ্কালগুলো উদ্ধার হয়েছে, সেটি খুবই ছোট। মাত্র ২১০ স্কোয়ার ফুট।
তবে এমন ছোট একটি বাড়িতে এতগুলো লাশের রহস্য নিয়ে বেশ কৌতুহলী গবেষকরা। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সম্ভবত কোনও মহামারী ছড়িয়ে পড়েছিল সে সময়। আর তাতেই বহু মানুষের মৃত্যু হয়েছিল। হয়তো পরিস্থিতি এমন ভয়াবহ আকার নিয়েছিল যে, মৃতদেহগুলো সৎকার করা সম্ভব হয়ে ওঠেনি। ওই বাড়িতে এনে জড়ো করে রাখা হয়েছিল। এর পরে হয়তো আগুন ধরিয়ে দেয়া হয় বাড়িটিতে।