অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে আগ্রহী যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৫:২৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৫৭ বার পঠিত
নিউজ ডেক্স::ঢাকায় বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও বাংলাদেশ সরকার চাইলে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের নারী মুখপাত্র জেন পিসাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিজিৎ হত্যাকাণ্ডকে ‘নির্মমতা ও কাপুরুষতা’ বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের সংবিধানের মূলনীতি ও ঐতিহ্যের ওপর হামলা বলেও উল্লেখ করেছে স্টেট ডিপার্টমেন্ট।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম সম্পর্কে পিসাকি বলেন, ‘যদি সহযোগিতা চাওয়া হয় (বাংলাদেশ সরকারের পক্ষ থেকে) তাহলে আমরা তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
‘একুশে গ্রন্থমেলা’ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় এলাকায় ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৩৮) ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে (৩০) কোপায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিজিৎ।