বিশ্বনাথে পোঁকা দমনে জমিতে পার্চিং পদ্ধতি
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৯:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৯২৮ বার পঠিত
আবুল কাশেম:: বিশ্বনাথে পোঁকা নিধনে ৮০ শতাংশ জমিতে এখন পাচির্ং পদ্ধতি চলছে। শতভাগ জমিতে এ পদ্ধতি কিছু দিনের মধ্যে চালু হবে বলে কৃষি অফিস সূত্রে জানাগেছে। উপজেলার আটটি ইউনিয়নের ৪৩৬টি গ্রামের কৃষকেরা এ পদ্ধতি পালন করে আসছেন। আর তাদের এ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা। ফলে উপজেলায় পাচির্ং পদ্ধতি কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার প্রায় জায়গায় এখন দেখা যায় এ পদ্ধতি। এতে লাভবান হচ্ছেন কৃষকেরা। কৃষকেরা জানিয়েছেন, ঔষধ প্রয়োগ করেও পোঁকা নিধন করা ছিল কঠিন। বর্তমানে তারা ফসলি জমিতে কিটনাশক (ঔষধ) প্রয়োগ ছাড়া অপকারী পোঁকা নিধন করতে পারছেন। এতে কোন টাকা-পয়সা খরচ করতে হচ্ছেনা কৃষকদের।
কৃষি অফিসের পরামর্শে কৃষকেরা পাচির্ং পদ্ধতি চালু করেছেন উপজেলার সুড়িরখাল,তাতিকোনা, কারিকোনা,সাধুগ্রাম, ইসলামপুর, মাওনপুর, ইলিমপুর, সিরাজপুর, পূর্ব শ্বাসরাম, পশ্চিম শ্বাসরাম, ধীতপুর, ইকবালপুর, সরুয়ালাসহ উপজেলার বিভিন্ন গ্রাম। প্রতিদিন বিভিন্ন গ্রামে ফসলি জমিতে পাংর্চি পদ্ধতি পরিদর্শন করেন কৃষি অফিসের ব¬ক সুপারভাইজাররা।
এ ব্যাপারে সুড়িরখাল গ্রামের কৃষক হেলাল উদ্দিন বলেন, কৃষি অফিসের পরামর্শে তিনি ফসলি জমিতে পার্চিং পদ্ধতি চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এ পদ্ধতি প্রয়োগ করে লাভবান হচ্ছেন বলে জানান।
সাধু গ্রামের আতাউর রহমান বলেন, ভাল একটি পদ্ধতি হলো পাচির্ং। যে পদ্ধতিতে ফসলের অনেক উপকার হয়। তিনি দীর্ঘদিন ধরে এ পদ্ধতি পালন করে আসছেন।
পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. লেবু মিয়া বলেন, আগে ঔষধ প্রয়োগ করেও পোকা নিধন করা যেত না। কিন্তু এ এখন আর ঔষধ প্রয়োগ করতে হচ্ছেনা। সামান্য খরছে পোকা নিধন হয়ে যাচ্ছে। তিনি সবাইকে এ পদ্ধতি পালন করতে অনুরোধ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আলী নুর রহমান মানব কণ্ঠে কে বলেন, পাচির্ং পদ্ধতিতে কৃষকের ব্যাপক উপকার হয়। বাশেঁর খুঁটি ওপর সামান্য (খড় বেঁধে) দিয়ে জমিতে পোতে দিলে এতে ফিঙ্গে পাঁখি বসে। পাখিগুলো মাঝরা পোকা, পাতা মোড়ানো (মদ), পোকার ডিম খায়। এতে পোঁকা বংশ বিস্তার করতে পারেনা।
তিনি বলেন, ফলন বাড়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এ পদ্ধতিতে কিটনাশকের ব্যবহার কমে যায়। তিনি উপজেলা ৮০ শতাংশ জমিতে এ পদ্ধতি চালু করেছেন বলে জানান। কিছু দিনের ভিতর শতভাগ জমিতে পার্চিং পদ্ধতি চালু করবেন বলে জানিয়েছেন তিনি।