“যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান মোহনের মাতার ইন্তেকাল”
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৯:৪২ পূর্বাহ্ণ | সংবাদটি ৮১১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-লন্ডন মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান মোহনের মাতা বাংলাদেশ সময় আজ রাত ৮টার সময় ইন্তেকাল করেন.(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহী রাজিউন).পরিবারের পক্ষ থেকে জানানো হয়ছে আগামী কাল সকাল ১১টার সময় মরহুমার জানাজার নামাজ শেষে স্থানীয় আরেন্জাবাদ কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করা হবে.এদিকে আতিকুর রহমান মোহনের মাতার ইন্তেকালে যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি এম তানবীর আহম্মদ,সহ সভাপতি কাউন্সিলর আয়াছ মিয়া,বাছির খান,তাজুল ইসলাম,তুরন মিয়া,শওকত আলী ইমন,সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম রিপন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম,আব্দুছ ছাত্তার ইমন,তুফায়েল আহমদ আলম,জামিল হোসেন খান,দিলাল আহমদ,জাহিদুর রহমান জাহিদ,এমদাদুল হক,রামীম আহমদ,রাজু আহমদ,রাকিবুল হাসান প্রমুখ গভীর শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন.নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করে উনাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেওয়ার এবংমোহনের শোকাহত পরিবার কে সবর দারণ করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান.