লামাকাজীতে জাতীয় পার্টির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৪১ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য-সন্ত্রাস-বোমাবাজী এবং জীবন্ত মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টি। শুক্রবার বিকেল ৪টায় লামাকাজী পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন জাতীয় পার্টি, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্রসমাজ ও তরুণপর্টির নেতৃবৃন্দ। লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি রফিক মিয়া মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক এ.কে.এম দুলালের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ফিরোজ আলী, জাতীয় পার্টির দেওকলস ইউনিয়ন আহবায়ক আজাদ মিয়া, রামপাশা ইউনিয়ন সভাপতি আনোয়ার আলী, খাজাঞ্চী ইউনিয়ন সভাপতি উমর আলী, সাধারন সম্পাদক প্রদীপ চন্দ্র দেব, জাতীয় পার্টি নেতা গয়াছ মিয়া মেম্বার, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ব্যক্তিগত সহকারী শিহাব উদ্দিন তামিম। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার, আলা উদ্দিন, আব্দুর রহীম, ইব্রাহিম আলী, আব্দাল মিয়া, রমজান আলী, আব্দুল খালিক, সমুজ আলী মেম্বার, সুনাউল্লাহ, ছাইদুর রহমান, আয়ূব আলী, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মঞ্জুর আহমদ আরিফ, ছাত্রসমাজ নেতা আবুল হোসেন, উজ্জল, তরুণ পার্টি নেতা জাবেদ আহমদ, ফয়জুর রহমান, শরিফ আলী, জাহাঙ্গির আলম, রাসেল মিয়া, শাহিন আহমদ, পাবেল আহমদ, শাকিল আহমদ, বাদশা মিয়া প্রমূখ।