সুযোগ এলো SIM কার্ড রি-রেজিস্ট্রেশনের!!!
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৩ বার পঠিত
তথ্য-প্রযুক্তি ডেস্ক ::
আপনার আনরেজিস্টার্ড, গিফট পাওয়া, ভুল তথ্য দেওয়া SIM কার্ডটির সকল তথ্য সংশোধন করতে আপনার নিকটস্থ গ্রামীণফোন সেন্টার (GPC), বাংলালিংক পয়েন্ট (BP) ও কেয়ার সেন্টার (BL CCC) রবি সেবা (RSP, REC) এয়ারটেল (ARC/AEC) টেলিটক কাস্টোমার কেয়ার (TCC) এবং সিটিসেল কাস্টোমার কেয়ারে (CCC) প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত হয়ে নিজ নামে রি-রেজিস্টার করে নিতে পারেন।
** প্রয়োজনীয় কাগজপত্রাদি সমূহ:
১। আপনার ব্যবহৃত সিম কার্ড।
২। সিমের রেজিস্ট্রেশন পেপার (যদি না থাকে সিমের যাবতীয় তথ্যাবলী; যেমন: FnF Number, Last Recharge Amount, Value Added Service etc.)
৩। আপনার ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৪। আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
আরও বিস্তারিত জানতে আপনার অপারেটরের কাস্টমার কেয়ার অথবা কল সেন্টারে যোগাযোগ করুন।