একই রশিতে দুই বোনের ঝুলন্ত লাশ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ১০:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৬ বার পঠিত
নিউজ ডেস্ক::লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার রহমানপুর থেকে একই রশিতে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাইকারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাটগ্রাম উপজেলার পাইকারটারী গ্রামের সফিকুল ইসলামের মেয়ে রুমনা আক্তার (১৩) ও মিন্টু মিয়ার মেয়ে নার্গিস আক্তার (১৩)। পাটগ্রাম এপি সিনিয়র মাদরাসার অষ্টম শ্রেণীতে পড়ে রুমনা আর নার্গিস নবম শ্রেণীর ছাত্রী। তারা দুজন মামাতো ফুফাতো বোন।
পুলিশ জানায়, সকালে বাড়ির অদূরে আম বাগানে দুজনের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। তাদের হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে না তারা আত্মহত্যা করেছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না জানিয়েছে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে উভয় পরিবারের ছয় সদস্যকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।