গুগলে যাচ্ছেন সিলেটের ফরহাদ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৯০ বার পঠিত
তথ্য প্রযুক্তি ডেস্ক :: অবশেষে বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলো জয়েন করছেন সিলেটের কৃতি সন্তান ফরহাদ আহমেদ। শনিবার সকালে গুগল অফিসিয়ালি কনফার্ম করে ফরহাদকে। শাবিতে তৈরী করা সার্চ ইঞ্জিন পিপিলিকা ডট কম দলের অন্যতম সদস্য ফরহাদ এ বছরের অক্টোবরের দিকে জয়েন করবেন গুগলের মাউন্টেন ভিউ শাখায়।
নিজের ফেসবুকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাসে তার এ অগ্রযাত্রায় সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘কাল অনেক রাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম, অবশেষে সকাল বেলায় অফিশিয়ালি কনফার্ম হল। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের অক্টোবরে গুগলের মাউন্টেন ভিউ শাখায় জয়েন করতে যাচ্ছি। আমি মনে হয় অনেক সৌভাগ্যবান মানুষদের দলে , গত কয়েক বছর ধরে কত কিছু পেয়েই যাচ্ছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। তবে সত্য আমার চারপাশে এত মানুষের সাপোর্ট, ভালোবাসা আর দোয়া না থাকলে এই অর্জন গুলো সম্ভব হত না। এই আনন্দের দিনে তাই কিছু মানুষকে স্মরন না করলেই না, যারা আমার জীবনে এত বেশি প্রভাব ফেলেছে…’
তিনি তার স্ট্যাটাসে ধন্যবাদ প্রকাশ করে স্মরণ করেন অনুরঞ্জন স্যার, সজীব স্যার, সুমন স্যার, মুস্তাফিজ ভাই, তার বন্ধু আশিষ, অপু, মাকসুদ, মাহফুজ, বাকের, সোহাইব ভাই, মুকিত ভাই, অন্তরঙ্গ বন্ধু সায়িদ ও নিজের দাদীকে। এছাড়াও ফরহাদ তার বন্ধুবান্ধন, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফরহাদ আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। তিনি ঢাকাদক্ষিণ এমএল হাইস্কুল এন্ড কলেজ ও ভাদেশ্বর নাসিরউদ্দিন হাইস্কুলের ছাত্র ছিলেন।