বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী জেপি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ৫:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী ও তরুণ সমাজ সেব সিরাজুল ইসলাম জেপি কে স্থানীয় রজকপুর গ্রামবাসীর পক্ষ থেকে গত সোমবার রাতে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রবাসী আহমদ আলীর সভাপতিত্বে ও মো. আতিকুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম জেপি। সভায় বক্তব্য রাখেন রজকপুর গ্রামের মুরব্বী আওলাদ আলী, বসারত আলী, ইলিয়াস আলী, শামিম আহমদ, আছাব আলী, আলতাব মিয়া, মন্নান মিয়া, লুৎফুর রহমান, চমক আলী, নুর মিয়া, কাশেম মিয়া, ফয়ছল আহমদ, মনফর আলী মুন্না, আবদুর রহমান, আমিনুর রহমান, সাইদুল ইসলাম প্রমূখ।