“মহান স্বধীনতা দিবস উপলক্ষে রচডেল বিএনপির উদ্যোগে আলোচনা সভা”
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৭২৯ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচডেল বিএনপি,যুবদল,জাসাস,তরুণদল ও জিয়া পরিষদের উদ্যাগে এক আলোচনা সভা ২৯ নথর্ইষ্ঠিত রচডেল এ অনুষ্ঠিত হয়.রচডেল জিয়া পরিষদের আহবায়ক ফারুক আলীর সভাপতিত্বে ও রচডেল জাসাসের সদস্য সচিব আজির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও রচডেল বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদিন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন রচডেল বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মিজান.অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রচডেল বিএনপি সিনিয়র সদস্য আশরাফ আহমদ,মোঃ আব্দুল আজিজ জায়েদ,রচডেল যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন,রচডেল জাসাসের আহবায়ক দুলাল আহমদ,রচডেল তরুণদলের আহবায়ক আজিজুর রহমান,যুবদল নেতা জাকির আহমদ,তরুণদলের নেতা রুবেল আহমদপ্রমুখ।সভায় বক্তারা বলেন স্বাধীনতার মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে যেসব মূলনীতি আমাদের চেতনায় ও রাষ্ট্রব্যবস্থায় ধারণ করেছিলাম, সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জাতীয়তাবোধ, গণতন্ত্র বছরের পর বছর আন্দোলন করতে হয়েছে কিন্তু বতর্মানে বাংলাদেশে অবৈদ্য সরকার ক্ষমতায় জন্য গণতন্ত্র কে হত্যা করে লাখ মানুষের প্রাণের বিনিময় অজির্ত স্বাধীনতায় মান মযর্াদা কে কলংকিত করেছে সবাই কে আনুরুধ এক সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে আন্দোলন আর জোরদার হবে। সভা শেষে রচডেল বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আশরাফ আহমদ আগামী ১লা এপ্রিল ওমরা পালন উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে সৌদিআরব যাবেন তাই সকলের কাছে দোয়া কামনা করনে।