সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৯:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১২০৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::সিলেট নগরীর জিন্দাবাজারের জল্লারপাড় মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের কাশ্মীর ও পিযুষ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘট্না ঘটে।
সংঘর্ষকালে জলারপাড়ের রাতুল প্লাজার গ্লাস, চায়ের দোকানের চেয়ার ভাংচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
রবিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়- রবিবার রাত সোয়া আটটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের কাশ্মীর ও পিযুষ গ্রুপের নেতাকর্মীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় জল্লারপাড়স্থ রাতুল প্লাজার গ্লাস এবং একটি চায়ের দোকানের কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়। এছাড়াও সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।