হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৫ ইং, ৮:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
নিউজ ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল তাদের ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে। ৬ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা ২০ দল এভাবেই ওই মাসের শেষ দিক থেকে হরতাল দিয়ে আসছে।
ফ্রেব্রুয়ারি মাস থেকে এভাবে শুক্র ও শনিবার বাদে প্রত্যেকটি দিন হরতাল চালিয়ে আসছে ২০ দল।
মঙ্গলবার বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ হরতালের কথা জানানো হয়েছে।