বিশ্বনাথে আহত যুবদলের নেতার শয্যা পাশে বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫ ইং, ৬:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা আব্বাস আলী সুমন দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির স-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদলের সদস্য কলমদর আলী, বিএনপি নেতা ইকবাল হোসেন, নিজাম উদ্দিন মেম্বার, যুবদল নেতা আবু সুফিয়ান, ছাত্রদল নেতা মানিক আহমদ,আবদুল কাইয়ুম, মোহাম্মদ আলী প্রমূখ।
এসময় তারা আহত যুবদল নেতার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজারস্থ দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা আব্বাস আলী সুমন আহত হন।