বৈশাখী বায়না
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১৫০৪ বার পঠিত
শহররে কৃত্রিমতায় বৈশাখী বৃষ্টি
একদম বেমানান!!
যেমন কবি’র বৌ যদি হয় কবিতা বিরাগী,
তবে কি তা মানায়?!
বৃষ্টি আসুক বিস্তুীর্ণ সবুজরে বুকে!
র্উবর হউক ফসলি জমি-
কাদা আর জলে এক হয়ে যাক-
খলোর মাঠ, মেঠোসরু রাজপথ গুলি।
কাবাডি আর ফুটবলে অবাধ্য হউক-
দুরন্ত কশিোররে দল!
বৃষ্টি আসুক-
খড়রে ছালায়, ঢউেটনিরে ছাউনতি-
শান্তরি র্বাতা নিয়ে।
ঘরে ঘরে ধুম পড়ে যাক-
মুড়ি আর চাল ভাজার।
তার সাথে বায়না ধরুক অবুঝ শশিুট-
দাদুর কোলে বসে গল্প শোনার!
চঞ্চল কশিোরীর দল শীতল পাঠতি-
বসে পড়ুক লুডু নিয়ে!
শুরু হউক বৃষ্টি বন্দনা, শুরু হউক বুনা-
নকশি কাঁথার আল্পনা।
সবই সম্ভব হে উত্তাল বশৈাখ-
যদি আসো আমাদরে গাঁ,
ডালা আর মালা হাতে
আমরা সবাই ফটকে দাড়িয়ে
তোমার’ই অপক্ষোয়!!