মানুষ বিভিন্ন ভাবে দুর্নীতির স্বীকার হচ্ছে
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ৬:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬৫১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে সিলেট বিভাগের মধ্যে বালাগঞ্জ উপজেলা ২য় স্থান অর্জন করায় এবং দুর্নীত প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার বালাগঞ্জ তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দুর্নীতি করবোনা, দুর্নীতি সইবোনা, দুর্নীতি মানবোনা, সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রী কলেজর অধ্যাপক ছুবার আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য তৃণমূল থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষ যত অধিকার সচেতন হবে তত বেশী সমাজ থেকে দুর্নীতি দুরীভূত হবে। সে জন্য ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে হবে। কেননা শিক্ষা এমন একটি আলো যা কিনা দুর্নীতির অন্ধকার থেকে সমাজ ও জাতীকে বাচিয়ে রাখেতে পারে। বক্তরা আরও বলেন, আমরা ভালকে ভাল বলতে চাইনা এজন্য মানুষ বিভিন্ন ভাবে দুর্নীতির স্বীকার হচ্ছে। যা নীতির মধ্যে পড়েনা সেটাই দুর্নীতি।
সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জের ইউএনও আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী ভুমি কমিশনার নাজমুল ইসলাম সরকার, সংগঠনের অন্যতম সদস্য হাসিনা চৌধুরী, আফম আব্দুল ক্বাইয়ুম, বালাগঞ্জ তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম আখন্দ,স্কুল পরিচালনা কমিটির সদস্য একে আজাদ পনির, যুগান্তরের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম আহমদ, তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নীলিমা বিশ্বাষ মুক্তা।
অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক বিকাশ চন্দ্র দাস, আশরাফুল ইসলাম তালুকদার, নাজনীন আরা তাহেরা খানম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের দশম শ্রেনীর ছাত্রী সুমিনা বেগম, গীতা পাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী দ্বিপিকা রানী নাথ। আলোচনা সভা শেষে বিদ্যালযের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই প্রদান করা হয়। প্রসংঙ্গত যে, সারা দেশের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গুলোর মধ্যে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিত্বে প্রত্যেক বিভাগে তিনটি করে কমিটিকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছরের ন্যায় এবারও পুরষ্কৃত করা হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করেছে “বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি”।
জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে রাজধানীর শিল্প কলা একাডেমীতে দুদক চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় বালাগঞ্জ কমিটির পক্ষে পুরষ্কার গ্রহন করেন বালাগঞ্জ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ছুরাব আলী। তাছাড়া সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে জুড়ি উপজেলা দুর্নীতি কমিটি ও ৩য় স্থান অর্জনের স্বীকৃত পেয়েছে লাখাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এদিকে বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট বিভাগের মধ্যে রানার্স আপ হওয়ায় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জের বিভিন্ন সংগঠন ও সকল শ্রেনী পেশার মানুষ।