সবুজ সিলেট সম্পাদক’র বিরুদ্ধে মামলা বিশ্বনাথ প্রেস ক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫ ইং, ৮:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : উদ্ভট অভিযোগে দৈনিক সবুজ সিলেট সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেছেন, একজন সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্ত ছাড়া সম্পন্ন আইনের পরিপন্ত্রি, বাক স্বাধীনতা ও মানবাধিকার লংঙ্ঘনের সামিল। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবী জানিয়েছেন।
নিন্দা জ্ঞাপনকারীরা হলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।