হত-দরিদ্র পরিবারকে স্যানেটিশন আওতায় আনা হবে –সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ২:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, এলাকার প্রতিটি হত-দরিদ্র পরিবারকে স্যানিটেশন আওতায় আনা হবে। যাতে স্বাস্থ্য সম্মত টয়টেল ব্যবহার করা যায়। সরকার স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করার জন্য কাজ করে আসছে। আগামী দিনে পর্যায়ক্রমে এলাকার অন্যান্য হদ-দরিদ্র পবিারের মধ্যে স্যানেটেশন বিতরণ করা হবে।
তিনি সরকারী অর্থায়নে রবিবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে স্যানিটেশন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে ও সংগঠক মাহতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী ইনছান আলী, ব্যবসায়ী শিহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ইমান উদ্দিন, আসাদুল হক, ব্যবসায়ী ইকবাল হোসেন, সমাজ সেবক আবদুল গফুর, মুক্তার আলী, আজিজ মিয়া, নুরুল মিয়া, এনাম শাহ, এম.এ রহিম, ধন মিয়া, ইরন মিয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে এলাকার সাড়ে ৪শ শত হদ-দরিদ্র পরিবারের মধ্যে স্যানেটেশন বিতরণ করেন অনুষ্টানের অতিথি।