ওসমানীনগরের আহমদ নগরে হা-ডু-ডু টুর্নামেন্ট শুরু
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৭:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৯০ বার পঠিত
তজম্মুল আলী রাজু : ওসমানীনগরের আহমদ নগরে শুক্রবার মালঞ্চ স্পোটিং ক্লাব আয়োজিত ৪র্থ নক আউট হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি সেবুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেছেন, জাতীয় ঐহিত্য ধরে রাখতে পারছিনা। মালঞ্চ স্প্রোটিং ক্লাব আমাদের শিকড়কে ধরে রাখায় তাদের কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আমাদের সংস্কৃতিকে ভালবাসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী আবুল কালাম মিছলু, জমির আলী, বশির আলী, বাবু শান্ত দেব, মোজাহিদুল ইসলাম ভুঁইয়া মান্না, জুবায়ের আহমদ শাহিন, হিরণ মিয়া, মতছির আলী, মুসলিম আলী, শিপন আহমদ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, শানুর আহমদ, আলী হোসেন, আবুল কালাম সাগর, এনাম আহমদ, সেবুল আহমদ, হারুণ রশীদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
অন্যান্যের মধ্যে মালঞ্চ স্প্রোটিং ক্লাবের উপদেষ্ঠা মন্তাজ আলী, ফারুক আহমদ, মাসুক আহমদ, সফর আলী, ছোরাব আলী, ইউসুফ আলী, মুসলিম আলী, আবুল কালাম হাসিম, রইছ আলী, তাজ উল্লাহ, কাছন মিয়া, মতছির মিয়া, আখলুছ মিয়া, ক্লাবের সহ-সভাপতি শাহনুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, কার্যকরী কমিটির সদস্য মতাহির আলী, জোনাব আলী, নূর আলী, সেলিম খান, সাজাদ মিয়া, আজাদ, আব্দুল অদুদ, মকবুল, আলেফ, জামাল, উস্তার, আফতাব মিয়া, দিপু, রাসেল, জুনেদ, মিনার, খালেদ, মুহিব খান, আপ্তাব আলী, রিমন, সাবেল, ফখরুল, সাহেল, কাইয়ুম, ইমন, সুমন, মোহন, সোয়েব, তারেক, রায়হান, সঞ্জু, রেজা, লুকন, লিটন, আরিফ, টুটুল।
খেলায় ধারাবিবরণী দেন ময়নুল ইসলাম মোহন। রেফারী হিসেবে ছিলেন কামল উদ্দিন। উদ্বোধনী খেলার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করে আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী খেলায় তাজপুর রাহী ইলেকট্রনিক্য্র ৩৪-১৯ পয়েন্টে হারিয়েক টালপুর একতা সংঘ দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় ।