কুলাউড়ায় ১৯১ বোতল কুরেশসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ২:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৫০৬ বার পঠিত
নিউজ ডেক্স:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মাদক ব্যবসায়ী ফরুন মিয়া (৪০)। ফরুন মিয়া একই উপজেলার সঞ্জবপুর গ্রামের মৃত মোখলেছ মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আহাদ জানান, ফরুন মিয়া দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। ভোরে তিনি মাদকদ্রব্য নিয়ে সঞ্জবপুর গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ভারতীয় নিষিদ্ধ ১৯১ বোতল কুরেশসহ (নেশা জাতীয় কোমল পানীয়) ফরুন মিয়াকে আটক করা হয়।
তিনি আরো জানান, ফরুন মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।