ব্রাডফোড যুবদলের দোয়ামাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ১১:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৫ বার পঠিত

স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য ব্রাডফোড যুবদলের আহ্বায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে এবং ব্রাডফোড যুবদলের যুগ্ন-আহ্বায়ক আদনান আহমদের পরিচালনায় সভা বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টু জন্য দোয়া করা হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোড বিএনপির যুগ্ন-আহ্বায়ক হাজী ফয়জুল ইসলাম, ব্রাডফোড বিএনপির সদস্য সচিব নুরে আলম রব্বানী, ব্রাডফোড যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক মিরাস আলী, বিএনপি নেতা জুয়েল খান, বিষ্টিট কমিনিটি নেতা আশরাফ মিয়া ও যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কমিনিটি নেতা মজিবুল হক, যুবদল নেতা শহীদ, তছির আলী, আব্দুল মালিক, হারুন মিয়া, রুমন মিয়া, মকলিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি