ব্রাডফোড যুবদলের দোয়ামাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ১১:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬৮ বার পঠিত
ব্রাডফোড যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা-ভোট কারচুপি, নাছির উদ্দিন পিন্টুকে ষড়যন্ত্র করে হত্যার প্রতিবাদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য ব্রাডফোড যুবদলের আহ্বায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে এবং ব্রাডফোড যুবদলের যুগ্ন-আহ্বায়ক আদনান আহমদের পরিচালনায় সভা বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টু জন্য দোয়া করা হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোড বিএনপির যুগ্ন-আহ্বায়ক হাজী ফয়জুল ইসলাম, ব্রাডফোড বিএনপির সদস্য সচিব নুরে আলম রব্বানী, ব্রাডফোড যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক মিরাস আলী, বিএনপি নেতা জুয়েল খান, বিষ্টিট কমিনিটি নেতা আশরাফ মিয়া ও যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কমিনিটি নেতা মজিবুল হক, যুবদল নেতা শহীদ, তছির আলী, আব্দুল মালিক, হারুন মিয়া, রুমন মিয়া, মকলিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য ব্রাডফোড যুবদলের আহ্বায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে এবং ব্রাডফোড যুবদলের যুগ্ন-আহ্বায়ক আদনান আহমদের পরিচালনায় সভা বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টু জন্য দোয়া করা হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোড বিএনপির যুগ্ন-আহ্বায়ক হাজী ফয়জুল ইসলাম, ব্রাডফোড বিএনপির সদস্য সচিব নুরে আলম রব্বানী, ব্রাডফোড যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক মিরাস আলী, বিএনপি নেতা জুয়েল খান, বিষ্টিট কমিনিটি নেতা আশরাফ মিয়া ও যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কমিনিটি নেতা মজিবুল হক, যুবদল নেতা শহীদ, তছির আলী, আব্দুল মালিক, হারুন মিয়া, রুমন মিয়া, মকলিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি