মৃত ব্যক্তির ফেসবুক চালাবে উত্তরাধিকারী
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৩:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৩ বার পঠিত

ডেইলি মিররের খবরে বলা হয়েছে, ফিচারটি চালু করায় এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তাদের উত্তরাধিকারী নিযুক্ত করতে পারবেন। তবে কেউ যদি তার মৃত্যুর পর অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান সেটাও এই ফিচারের সাহায্য নিয়ে করা যাবে। সূত্রের খবরে আরো বলা হয়েছে, যাকে লিগেসি কন্টাক্ট বা উত্তরাধিকারী নিযুক্ত করা হবে তিনি স্ট্যাটাস পোস্ট বা প্রোফাইল ছবি পরিবর্তন করতে পারবেন। শুধু তাই নয়, নিযুক্ত উত্তরাধিকারী মৃত ব্যক্তির হয়ে যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। তিনি যে কোনো পোস্ট এডিট বা যে কোনো ট্যাগ রিমুভ করতে পারবেন। এমনকি, তিনি চাইলে ওই অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবেন।