জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে শোক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে মিলাদ মাহফিল ও আলোচনাসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, হাজী আব্দুল জব্বার, সৈয়দ সাব্বির আহমদ, মতিউর রহমান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া,পৌর কাউন্সিলর শফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বীপাল কান্তি দে, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোঃ মতছির, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুরাদ আহমদ, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী প্রমূখ। এ সময় পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, নিজামুল ইসলাম, সুজিত কুমার দেব, জেলা ছাত্রলীগের সদস্য মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, রুমেন আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, মলি¬ক মনসুর, জিন্নাহ আহমদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে-জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ২৩ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আগামী নির্বাচনে পাটলি ইউপি চেয়ারম্যান প্রার্থী দবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, মিজানুর রহমান, আফজল হোসেন ফজর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শহীদ, শিক্ষানুরাগী রহিমা বেগম, মাওলানা ইমাদ উদ্দিন, নুর মিয়া, কবির আহমদ, আবুল মিয়া, নজমুল ইসলাম, ওয়াদুদ মিয়া প্রমূখ। সভায় বিদ্যালয়ের প্যারা শিক্ষকদের বেতন হিসেবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া।
অপরদিকে-জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও বিএন উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৃথকভাবে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম বদরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসলাম উদ্দিন, শিক্ষক আক্তার হোসেন, অভিভাবক সদস্য ডাঃ সেবক রঞ্জন দেব, আব্দুস সালাম, ইয়াওর মিয়া, পেয়ার আলী প্রমূখ। এ সময় স্থানীয় সংবাদকর্মী এমডি মুন্নাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।