ইলিয়াসপত্নীর লুনার বক্তব্যের ছবি ফেইসবুকে ঝড়!
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৫০৪ বার পঠিত
জামাল মিয়া:: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা গতকাল রবিবার গুম দিবসে বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন। গুম দিবসের অনুষ্ঠান শেষ হতে না হতেই ফেইসবুকে চলে আসে তাহসিনা রুশদি লুনার দেয়া বক্তব্যের ছবি। ফেইসবুকের এই ছবি গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে শতশত ফেইসবুক আইডিতে পোষ্ট করেন বিএনপি নেতারা। দেশ-বিদেশের বিএনপি নেতাকর্মীরা এ ছবি বেশি পোষ্ট করতে দেখা যায়। ফলে গতকাল রবিবার ও সোমবার ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনার বক্তব্যে ছবি ফেইসবুকে ঝড়ে উঠে। অনেকেই আবার ওই ছবি দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করেন।
গুম দিবসে কান্নাজড়িতকণ্ঠে লুনা তার বক্তব্য বলেন, আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। জিডি এবং রিট করলেও কোনো পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি আশ্বাস দিলেও কোন লাভ হয়নি।
তিনি আরও বলেন, প্রতিদিন মন হয় যদি এমন খবর আসত,আমার স্বামী ফিরে এসেছে। সন্তান ও শ্বাশুড়িকে কোনো উত্তর দিতে পারি না। সৃষ্ট তদন্তের মাধ্যমে স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। লুনার বক্তব্য দেয়ার ছবি বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ নিজ আইডিতে পোষ্ট করেন।