ইন্টারনেটে ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫ ইং, ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২৬০৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ১৪৯। ভারতের অবস্থান ১৫৫ ও পাকিস্তানের ১৫৬ তম। আইটিইউ ও ইউনেসকো প্রকাশিত ‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫’ শীর্ষক এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের সেপ্টেম্বরের সভায় এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। আর ভারতে ৫ দশমিক ৫ জন এবং পাকিস্তানে এই হার ৫ দশমিক ১ জন। বাংলাদেশ ফিক্সড ব্রডব্যান্ড তালিকায় ১৮৯ দেশের মধ্যে ১৩২ তম অবস্থানে আছে। এখানে বাংলাদেশে ব্যবহারকারীর হার ১ দশমিক ২ শতাংশ। ভারত বাংলাদেশের একধাপ ওপরে অর্থাৎ ১৩১ এ আছে। এখানেও পিছিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের অবস্থান ১৩৫।
এদিকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাড়িতে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে এমন ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১ ও এর হার ৬ দশমিক ৫ শতাংশ।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। আর ভারতে ৫ দশমিক ৫ জন এবং পাকিস্তানে এই হার ৫ দশমিক ১ জন। বাংলাদেশ ফিক্সড ব্রডব্যান্ড তালিকায় ১৮৯ দেশের মধ্যে ১৩২ তম অবস্থানে আছে। এখানে বাংলাদেশে ব্যবহারকারীর হার ১ দশমিক ২ শতাংশ। ভারত বাংলাদেশের একধাপ ওপরে অর্থাৎ ১৩১ এ আছে। এখানেও পিছিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের অবস্থান ১৩৫।
এদিকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাড়িতে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে এমন ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১ ও এর হার ৬ দশমিক ৫ শতাংশ।